বিদেশ ডেস্ক:
সিয়েরা লিওনে ব্যাপক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত প্রায় ৫০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে কয়েকশ মানুষ। তাদের উদ্ধারেও অভিযান অব্যাহত রয়েছে। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ৩০০০ মানুষ ঘরহারা হওয়ায় সৃষ্টি হয়েছে ‘মানবিক জরুরি অবস্থা’। ভয়াবহ বন্যা ও ভূমিধসে জীবনযাত্রা অচল হয়ে পড়েছে রাজধানী ফ্রিটাউন। আফ্রিকার চেনাজানা ইতিহাসে এটাই সবচেয়ে ভয়াবহ বন্যা।

চলতি সপ্তাহেই ৪৬১টি মরদেহ দাফন করেছে কর্তৃপক্ষ। ২০১৬ সালে ইবোলায় আক্রান্ত ৪ হাজার মানুষের গণকবরের পাশেই ঠাই হয়েছে নতুন এই গণকবরের।

রবিবার আরও ৩৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তারা। এখন পর্যন্ত উদ্ধার করা হলো ৪৯৯টি মরদেহ। শুক্রবার রেড ক্রস জানিয়েছিলো, এখনও ৬০০ মানুষ নিখোঁজ।