প্রায় এক শতাব্দী পর ২১ আগস্ট উত্তর আমেরিকায় সূর্যগ্রহণ দেখা যাচ্ছে। এবার সূর্য সম্পূর্ণ ঢেকে যাবে বলে একে বিরলতম সূর্যগ্রহণ বলা হচ্ছে। তবে এবারের সূর্যগ্রহণ দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, উত্তর-পূর্ব এশিয়া (রাশিয়া) ও উত্তর-পশ্চিম আফ্রিকার বিভিন্ন অংশে।

সুতরাং এসব দেশে বাংলাদেশি যারা রয়েছেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। সূর্যগ্রহণের সময় কয়েকটি বিষয় খেয়াল রাখবেন। আসুন জেনে নেই বিষয়গুলো সম্পর্কে-

যা করবেন না
১. সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকাবেন না। এতে চোখের রেটিনার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
২. এ সময় খাওয়া-দাওয়া থেকে বিরত থাকবেন। একান্তই প্রয়োজন হলে অবশ্যই খোলা জায়গায় বসে খাবেন না।
৩. গ্রহণের সময় প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই উত্তম। বিশেষ করে গর্ভবতী নারীরা একদমই বাড়ির বাইরে যাবেন না।
৪. বিভিন্ন শাস্ত্র অনুযায়ী, সাবধানতা অবলম্বন করা ভালো। কেননা এসময় নির্গত ক্ষতিকর রশ্মি আপনার যেকোনো ক্ষতি করতে পারে।
৫. গ্রহণের পরপরই গাছ থেকে ফল-সবজি-পাতা সংগ্রহ করে খাবেন না।
৬. সূর্যগ্রহণ দেখতে চাইলে অবশ্যই অত্যাধুনিক অপটিক্যাল যন্ত্রপাতি ব্যবহার করবেন।
৭. সহজেই রশ্মি প্রতিফলিত হয় এরকম ধাতুর সংস্পর্শে গ্রহণ চলাকালীন না আসাই ভালো।
৮. গ্রহণের দিন শরীরে তেল মালিশ করলে ত্বকের সমস্যা দেখা দিতে পারে।

উল্লেখিত নিয়মগুলো বিভিন্ন শাস্ত্রমতে প্রসিদ্ধ। তবে সত্যতা যা-ই হোক না কেন, সতর্কতা অবলম্বন করতে দোষ কী?