মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:

ঈদগাঁওতে জালনোট দিয়ে প্রতারণার অভিযোগে ২ যুবককে আটক করে চালান দেয়া হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার টাকা মূল্যমানের জালনোট উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী ও তদন্ত কেন্দ্র সূত্র জানায়, আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে এলাকায় জালনোট চক্রের অপতৎপরতা বেড়েছে। ১৮ আগষ্ট রাতে ঈদগাঁও বাজারের প্রধান সড়ক ডিসি রোডে পুলিশ ক্যাম্পের অদূরে ভাসমান কাপড় বিক্রেতাকে ভেজাল নোট দেয়ার সময় তার সন্দেহ হলে ঐ ব্যবসায়ী পুলিশে খবর দেন। এএসআই মাঈনুদ্দীন এসে যুবকদ্বয়কে তদন্ত কেন্দ্রের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। আটক যুবকরা হলো ঈদগড় ছগিরা কাটার শামসুল আলমের পুত্র শহিদুল ইসলাম (২১) ও একই এলাকার নুরুল হকের পুত্র সাগর মিয়া (১৫)। সংঘটিত ঘটনায় এএসআই মাঈন্দ্দুীন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন। যার নং ৭৩/১৭, তাং ১৮/৮/১৭। মামলাটির তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে এসআই জাহাঙ্গীর আলমকে।