খালেদ হোসেন টাপু, রামু:
রামু ফতেখাঁরকুলের হাইটুপী (ভূতপাড়া) আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি মিনি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শিক্ষাখাতে জেলার নির্বাচিত শ্রেষ্ঠ চেয়ারম্যান জননেতা রিয়াজ উল আলম বলেছেন, সরকার খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতা আর বিচক্ষনতার মাধ্যমে ক্রীড়া অঙ্গনেও সফলতা অর্জন করেছে। তার উন্নয়নের ছোঁয়া রামু উপজেলায়ও পৌঁছে গেছে। আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি’র নেতৃত্বে ফুটবল ভাস্কর্য নির্মিত হয়েছে। প্রক্রিয়াধীন রয়েছে একলক্ষ ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়াম ও খেলোয়াড়দের প্রশিক্ষণকেন্দ্র বিকেএসপি। জাতীয়, আঞ্চলিক ও জেলা পর্যায়ে রামুর খেলোয়াড়েরা তাদের ক্রীড়া নৈপূণ্যের মাধ্যমে সুনাম বয়ে এনেছে। তিনি আরো বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই। সমাজ থেকে অপরাধমূলক কর্মকা- দূর করতে বেশি বেশি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। বর্তমান সরকার গণমানুষের সরকার। মানুষের কল্যাণে এ সরকার কাজ করে যাচ্ছে।

শুক্রবার বিকেল ৩ টায় হাইটুপী মাঠে খেলার উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপজেলার কৃষকলীগ যুগ্ম সম্পাদক নুরুল আমিনের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমানুল হক আমান ও ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের নেতা রুবেল ইসলামের সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফতেখাঁরকুলের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা সিরাজুল ইসলাম ভুট্টো। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা নবিউল হক আরকান, ফতেখাঁরকুল স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক আজিজ, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা রর্ফিকুল ইসলাম, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা দেলোয়ার হোছাইন, শাহ আলম ও মাইমুন প্রমুখ। উদ্ধোধনী খেলায় তেমুহনী ইয়ং ভয়েজ দল ১-০ গোলে হাইটুপী সিনিয়র একাদশকে পরাজিত করে। টুর্ণামেন্টের উদ্ধোধনী খেলায় শত শত ক্রীড়ামোদি দর্শক মাঠের চারিদিকে মুহুর্মুহু করতালির মাধ্যমে খেলা উপভোগ করতে দেখা গেছে।