মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:

সক্রিয় কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে আওয়ামী রূপরেখা বাস্তবায়নকারীদেরকে নিয়ে গঠিত আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় বান্দরবান জেলা যুবদলের আহবায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণাসহ তীব্র প্রতিবাদ জানিয়েছে, লামা উপজেলা যুবদলের নেতাকর্মীরা। উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা যুুবদলের সভাপতি দেলোয়ার হোসেন রফিক। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. আমির হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আবু তাহের মিয়া, উপজেলা মহিলা দলের সভাপতি জোসনা বেগম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. হারুনর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলী, সিনিয়র সহ সভাপতি মো. আনোয়ার পারভেজ, পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আলম, ১নং ওয়ার্ড সভাপতি নুরুল আবচার, উপজেলা ছাত্র্রদলের সিনিয়র সহ সভাপতি মো. ইব্রাহীম, ছাত্রদল নেতা বাবু মং মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন। গত বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে যুবদল সভাপতি মো. দেলোয়ার হোসেন রফিক বলেন, বান্দরবান জেলা যুবদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা লামা উপজেলা যুবদলের নেতৃবৃন্দকে কোন রকম নোটিশ ছাড়া ও দলীয় গঠনতন্ত্রের ১৫(ছ) অনুচ্ছেদ অনুস্মরণ না করে একটি চলমান সক্রিয় পুর্নাঙ্গ কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে আওয়ামী রূপরেখা বাস্তবায়নকারীদের হাতে তুলে দিয়েছে। অথচ আমাদের কাউন্সিল কমিটির নেতৃবৃন্দরা ফ্যাসিবাদী, স্বৈরাচারী, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় ঘোষিত সকল কার্যক্রম পুলিশি বাধা উপেক্ষা করে বাস্তবায়ন করে আসছে। বর্তমানে আমাদের যুবদল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শাক্তিশালী করার লক্ষ্যে দেশব্যাপী চলমান বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়নে মূল দলকে সার্বিকভাবে সহযোগিতা করছে। পক্ষান্তরে জেলা যুবদল কর্তৃক গঠনতন্ত্র বহির্ভূত কার্যকলাপ বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে ব্যাঘাত সৃষ্টি করছে। তারা আরও অভিযোগ করে বলেন, বান্দরবান জেলা যুবদল কমিটি গত ৪ বছরেও সাংগঠনিক দূর্বলতার কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। গঠনতন্ত্র অনুচ্ছেদ ১৭(ঙ) ধারামতে বান্দরবান জেলা যুবদল আহবায়ক কমিটির নেতৃবৃন্দরাই অবৈধ। এমনকি জেলা আহবায়ক কমিটি ৭টি উপজেলায় কোন রকম সাংগঠনিক কার্যক্রম দেখাতে পারেনি; ভবিষ্যতেও পারবেনা। শেষে উপস্থিত বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সংগঠনের নেতাকর্মীরা বান্দরবান জেলা ও সদ্য অনুমোদিত উপজেলা যুবদলের কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করেন। প্রসঙ্গত গত ১৫ আগস্ট উপজেলা ছাত্রদল সভাপতি মো. শাহীনকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি অনুমোদন দেন, বান্দরবান জেলা যুবদলের আহবায়ক মো. আবু বক্কর ও সদস্য সচিব মো. শাহাদাত হোসেন।