cbn  

ফরিদুল আলম দেওয়ান- মহেশখালী :
মহেশখালীতে বালতির পানিতে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ১৭ অাগষ্ট বিকাল ১ টায় উপজেলার বড় মহেশ খালী ইউনিয়নের বড় ড়েইল গ্রাম।
জানাযায়,  বড় ডেইল গ্রামের লবণ ব্যবসায়ী আমান উল্লাহ’র ১বছর ৪ মাস বয়সের শিশুটি গতকাল বিকাল ১ টার সময় প্রতি দিনের মত  নিজ বাড়ীর উঠানে খেলছিল। এক পর্যায়ে সবার অলক্ষ্যে শিশুটি খেলতে খেলতে গোসল খানায় চলে যায়। তথায় পানি ভর্তি বালতিতে খেলনার বোতল পড়ে গেলে শিশুটি ঐ বোতলটা উঠানোর চেষ্টা করলে এক পর্যায়ে পানি ভর্তি বালতিতে পড়ে মারা যায়।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •