cbn  

আমান উল্লাহ আমান, টেকনাফ:

টেকনাফ উপজেলা পর্যায়ে ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে ‘ইমাম বাতায়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় লম্বরী মলকাবানু হাই স্কুল হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন ছিদ্দীক।

জানা গেছে, টেকনাফ উপজেলার ৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ২০ জন ইমাম ও ২০ মুয়াজ্জিন আলোচনায় অংশ নেন। এতে জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতা সৃষ্টিকারীরা যাতে সমাজে ইসলামের নাম দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সেদিকে ইমামদের অগ্রনী ভুমিকা ও সর্বদা সজাগ থাকার উপর গুরুত্বারূপ করা হয়। এছাড়া তথ্য প্রযুক্তির এযুগে কিভাবে তথ্য আদান প্রদান করা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এবিষয়ে আলোচনা করেন মহেশখালী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোঃ কায়সার। উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার, মলকাবানু উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ ইসমাইলসহ আলেম ও মুয়াজ্জিনগন উপস্থিত ছিলেন।

টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগীতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •