ইমরান হোসাইন, পেকুয়া: 

পেকুয়ায় উগ্রবাদ, সহিংসতামুক্ত সমাজ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বেসরকারি এনজিও সংস্থা কোডেক এর তরুণ আলো প্রকল্পের উদ্যোগে এ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম শামশুদোহার সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাসান, মেহেরনামা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহ আলম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার উলফাত
জানাহ চৌধুরী।

সমাবেশে মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান
করেন তরুণ আলো প্রকল্পের সমন্বয়ক হেলাল উদ্দিন ও মাঠকর্মী কায়েদে আজম।