প্রেস বিজ্ঞপ্তি:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) বাংলাদেশ দিনব্যাপী কর্মসূচী সম্পন্ন করেন। পূর্বনির্ধারিত মময় অনুযায়ী সকাল ১০ টায় সংগঠনের কার্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা, শোক পতাকা এবং সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন টুয়াকের আহবায়ক এবং প্রতিষ্ঠাতা এম. এ. হাসিব বাদল। তার নেতৃত্বে সকাল ১১টায় মোটেল লাবনীতে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা প্রর্দশন করেন টুয়াকের আহবায়ক কমিটি, ফাউন্ডার কমিটি এবং সাধারণ সদস্যবৃন্দ। এই সময় আরো পুষ্পমাল্য অর্পন করেন ট্যুর গাইড এসোসিয়েশন অব কক্সবাজার ও সোনারতরী ট্যুরিজমের নেতৃবৃন্দ।

শোক দিবস উপলক্ষে বিকাল ০৫টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও হোটেল মোটেল গেষ্টহাউজ মালিক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটেজ মালিক সমিতি ও স্টুডিও মালিক সমিতির সভাপতি কাজী রাসেল আহমেদ নোবেল এবং সৈকত ঝিনুক শিল্প বহুমুখি মালিক সমিতির সভাপতি আনোয়ার উল্লাহ। সভার শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন টুয়াক সদস্য শহীদুল্লাহ নাঈম। কোরআন তেলওয়াত শেষে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক জাতীয় সংগীত পরিবেশন করা হয়। আলোচনা সভায় উপস্থিত অতিথিগণ ও বক্তাগণ শোক দিবসের তাৎপর্য তুলে ধরে মূল্যবান বক্তব্য রাখেন। বক্তারা জাতির পিতার দীর্ঘ কর্মকান্ড তুলে ধরেন এবং তাহার আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টুয়াকের সাবেক সাধারণ সম্পাদক আসাফ উদ্ দৌলা (আশেক) ও প্রতিষ্ঠাতা সভাপতি এস এম কিবরিয়া খানঁ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন টুয়াকের আহবায়ক ও প্রতিষ্ঠাতা এম. এ. হাসিব বাদল। অনুষ্ঠান সঞ্চালনা করেন টুয়াক সদস্য মোঃ ইদ্রিস আলী।