সংবাদ বিজ্ঞপ্তি

কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগীতায়, বন বিভাগ ও কৃষি অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত কক্সবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বনজ ও ফলদ বৃক্ষমেলা ২০১৭ সালে প্রথমস্থান অধিকার করেছেন রোজ গার্ডেন এর সত্ত্বাধিকারী মো. মুফিজুর রহমান। এর আগেই ২০১৬ ও ২০১৭ সালেও তিনি প্রথমস্থান অধিকার করেছেন বলে জানা যায়। পরপর তিনবার বৃক্ষমেলায় প্রথমস্থান অধিকার করায় কক্সবাজারে আলোড়ন সৃষ্টি হয়েছে জানান সংশ্লিষ্টরা। গত ১০ আগষ্ট (বৃহস্পতিবার) সকালে শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত সমাপনী দিনে প্রধান অতিথি (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আশেক উল্লাহ রফিকের হাত থেকে প্রথম স্থানের পুরুস্কার গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) মো. আলী কবির, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আ.ক.ম শাহরিয়ার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান, বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) হক মাহবুব মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর তাহমিলুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নার্সারী মালিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে রোজ গার্ডেনের সত্বাধিকারী মফিজুর রহমান পরপর তিনবার পরিবেশ রক্ষায় একাধিকবার পুরুস্কৃত হওয়ায় কক্সবাজার শিল্প গোষ্টির পক্ষে সভাপতি আমিনুল্লাহ খোকন, সাধারণ সম্পাদক এস কে বোরহান,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম ও পরিচালক মো.আলম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।