রিয়াজ উদ্দিন, পেকুয়া :

পেকুয়ায় বিক্রয় প্রতিনিধিকে জখম করে টাকা লুট করেছে দুবৃর্ত্তরা। কোম্পানীর টাকা উত্তোলনের জন্য সন্ধ্যায় মাঠে যায় ওই বিক্রয় প্রতিনিধি। টমটম নিয়ে যাওয়ার সময় নির্জন স্থানে তাকে অস্ত্র তাক করে দুবৃর্ত্তরা। এ সময় দস্তাধস্তির এক পর্যায়ে তাকে লোহার রড় দিয়ে পিটিয়ে জখম করে। এ সময় নগদ ৫০ হাজার টাকা ও মুঠোফোন লুট করে তারা। ঘটনাটি ঘটেছে ১২ আগষ্ট শনিবার রাত ৮ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাবেকগুলদি এলাকায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত যুবকের নাম মোহাম্মদ হেলাল(৩২)। তিনি চকরিয়া বিএমচর ইউনিয়নের নুরুল কবিরের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সুত্রে জানা গেছে, হেলাল মা বেবী কনজুমার প্রোডাক্ট কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে চকরিয়া থেকে পেকুয়ায় কাজ করছিলেন। সন্ধ্যায় টাকা উত্তোলনের জন্য সাবেকগুলদির একটি দোকানে যাচ্ছিলেন। চৌমুহনী থেকে টমটমে যাওয়ার সময় তাকে ধরে ফেলে। এ সময় নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। মারধর করে গুরুতর আহত করে। বিক্রয় প্রতিনিধি মোহাম্মদ হেলাল জানায়, বিএমচর ইউনিয়নের চৈনাম্মারঘোনা এলাকার মনিরের পুত্র আনসার ও আলকাস, আধুনগরের সোহেলসহ ৪/৫ জন লোক আমাকে পূর্ব থেকে গতিবিধি লক্ষ্য করছিল। তারাও টমটমে ছিল। এ সময় নির্জন স্থানে পৌছলে তারা অস্ত্র তাক করে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। আমি ধস্তাধস্তি করছিলাম। তারা লোহার রড় দিয়ে আঘাত করে। তিনজনকে আমি চিনি। হাতের কব্জি ও হাটুতে আঘাত করা হয়েছে।