আবদুল মালেক সিকদার, রামু:

রামুতে জেলা পরিষদ কর্তৃক সাড়ে ৩৬লক্ষ টাকা ব্যয়ে দুটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন। রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর ফাঁরিকুলে ১২ আগস্ট বিকাল ৩টায় ৯নং ওয়ার্ডে জাহাঙ্গীর কোম্পানীর বাড়ী হইতে পূর্ব মোহাম্মদপুরা সাইক্লোন সেন্টার পর্যন্ত ২৭লক্ষ টাকা ব্যয়ে জেলা পরিষদ কর্তৃক নব-নির্মিত রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি হিসাবে কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামশুল আলম মন্ডল, ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাত করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের ন্যায় রামুতেও বিভিন্ন উন্নয়ন করে যাচ্ছে। রামুর প্রতিটি ইউনিয়নে কক্সবাজার জেলা পরিষদ কর্তৃক বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। আগামী দিনেও জেলা পরিষদের এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল আলম, জেলা পরিষদের ইঞ্জিনিয়ার সাইফুদ্দিন, ঠিকাদার মোহাম্মদ শাহজাহান, রামু উপজেলা আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন সিকদার, ইউপি সদস্য মোহাম্মদ মোবারক, জাফর আলম মিস্ত্রী।

এদিকে রশিদনগর ইউনিয়নে বিকাল ৫টায় ৩নং ওয়ার্ডে জেলা পরিষদ কর্তৃক সাড়ে ৯লক্ষ টাকা ব্যয়ে বড় ধলিরছড়া লামার পাড়া সড়কের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাত করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ শামশুল আলম মন্ডল, উপজেলা আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন সিকদার, রামু উপজেলা সৈনিকলীগের সাবেক সভাপতি ও ঠিকাদার ইউনুছ খান, রশিদনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজল আহমদ বাবুল, সাধারণ সম্পাদক সাইম মোঃ শাহীন, যুগ্ম সম্পাদক নুরুল আলম ইমন, খোরশেদ হেলালী, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওমর মিয়া, ইউপি সদস্য মোস্তাক আহমদ, জাকের আহমদ প্রমূখ।