বান্দরবান প্রতিনিধি :

 

বান্দরবানে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী বনজ, ভেষজ ও ফলদ বৃক্ষমেলা। বৃহস্পতিবার বিকেলে মেলা উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে শোভাযাত্রা বের হয়ে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। শোভা যাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্ভোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, বিভাগীয় বন কর্মকর্তা কাজী মো. কামাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক ড.আক্কাস মাহমুদ, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, জেলা পরিষদ সদস্য ফিলিপ ত্রিপুরা বান্দরবান কাঠ ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক একে এম জাহাঙ্গীর, প্রমুখ। উদ্বোধন শেষে মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন অতিথিরা। সভা শেষে প্রধান অতিথি মেলায় অংশ নেয়া বিভিন্ন সরকারী বেসরকারি ষ্টল পরিদর্শণ করেন। মেলায় সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় ৫০ টি স্টল অংশ নেয় মেলা চলব ১৬ আগষ্ট পর্যন্ত।