বিগত ২০১৪সালের ৫জানুয়ারী সংবিধান রক্ষার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনা আপোষহীন সংগ্রামের মধ্য দিয়ে রক্ষা করেছেন দেশ ও জাতীকে। সরকারের অভাবনীয় ধারাবাহিক সাফল্য, চলমান উন্নয়ন কার্যক্রম এবং মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হওয়ার স্বীকৃতি ও জননেত্রী শেখ হাসিনার বিশ্বনেতৃত্বের মর্যাদা কর আসনে আসীন হওয়ায়, তা ব্যাহত করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃঢ় ও বিচক্ষণ নেতৃত্বের কারণে ষড়যন্ত্রকারী চিহ্নিত হয়েছে। অদম্য বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উপনীত করার প্রয়াসে দেশের সকল পর্যায়ের উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়ন করে শিল্প ও প্রযুক্তি বিপ্লবের চালিকা শক্তি হিসেবে শ্রমিক সমাজকে অভিহিত করেছেন। জাতীয় শ্রমিক লীগের সু-শৃঙ্খল সংগঠনিক কাঠামোয় নিয়মতান্ত্রিক ভাবে যখন নেত্রীর নির্দেশনা বাস্তবায়ন কর্মসূচি চলছে ঠিক তখনই বিএনপি-জামাতের গোপন চর অনুপ্রবেশ করে তাদের নীল-নক্শা প্রণয়ন করছে। যার প্রমাণ বিএনপি-অধ্যুষিত বগুড়ার তুফান ও তাদের দোসররা। অনুরূপ পরিকল্পনা নিয়ে সারা দেশের ন্যায় কক্সবাজারেও একটি অপশক্তি অত্যন্ত সু-কৌশলে তৎপরতা শুরু করেছে। সংগঠনের নিয়ম এবং নীতি বহির্ভূত অকল্পনীয় বিষয়কে পুঁজি করে সত্যরূপে অপ-প্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিএনপির সক্রিয় রাজনীতি ও পদ-পদবীধারী একাধিক ষড়যন্ত্রকারী ইতোমধ্যে দুস্কৃতিকারী হিসেবে প্রশাসনের গোয়েন্দা সংস্থা, দলীয়-শীর্ষ মহলের পাশাপাশি জাতীয় শ্রমিক লীগ, কক্সবাজার জেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দ, যুক্তিযুক্ত প্রমাণসহ নিশ্চিত হয়ে প্রশাসনি এবং সাংগঠনিক ব্যবস্থা ও প্রচলিত আইনী ধারায় শাস্তি প্রয়োগের সকল প্রক্রিয়া গৃহিত হয়েছে। গত ৭ আগষ্ট স্থানীয় এক সংবাদপত্রের জৈনক শাহেদুল আলম রানা নামের এক ব্যক্তির বরাত দিয়ে কক্সবাজার পৌর শ্রমিকলীগের একটি বিজ্ঞাপন আমাদের দৃষ্টি গোচর হয়েছে। বায়বীয় মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সম্বলিত বিবৃতি আইনী ভাবে শাস্তিযোগ্য অপরাধ এবং তথ্য-প্রযুক্তিধারায় সরকার বিরোধী তৎপরতা ও গ্রেফতার যোগ্য অপরাধ। পরিকল্পিত ওই নীল-নক্শা প্রণয়নে আর্চয্যজনক একটি তথ্য উল্লেখ করা হয়েছে। তাহলো জাতীয় শ্রমিকলীগ, কক্সবাজার পৌর শাখার আহবায়ক কমিটি/ অপ-প্রচার ও বিভ্রান্তি নিরসনে শুধু একটি বিষয় প্রশাসন/মিডিয়া ও রাজনৈতিক নেতৃবৃন্দকে জানাচ্ছি আহবায়ক দাবী করা ব্যক্তি জেলা শ্রমিক লীগের সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত কমিটি প্রকাশ করার জন্য বলছি। তার পক্ষে আগামী ২৪ ঘন্টার মধ্যে তার দাবীর যৌক্তিক ব্যাখ্যা ও যথাযথ প্রমাণপত্র উপস্থাপন করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনগত ও রাজনৈতিক ভাবে ব্যবস্থা নিতে বাধ্য হবো। আমরা মিডিয়ার সকল স্থরের সাংবাদিক বন্ধুদের আহবান জানাচ্ছি-দয়া করে আপনারা দলীয় বিজ্ঞপ্তির নামে প্রেরিত সংবাদ তথ্য সত্যতা নিশ্চিত করে প্রকাশিত করবেন। অধিকতর নিশ্চিত হতে জেলা শাখার সভাপতি-০১৮১৭০১৮৯৯৩/সাধারণ সম্পাদক-০১৮২৩৯১৩০৮৯ এর সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা আবারো দৃঢ় ভাবে বলতে চাই আগামী সেপ্টেম্বর মাসে প্রত্যেক ওয়ার্ডকে সুসংগঠিত পৌর শ্রমিকলীগের কমিটি ঘোষণা করবো ইনশা আল্লাহ।