জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

“মাদকমুক্ত সমাজ চাই ; ক্রীড়ার কোন বিকল্প নাই” এই শ্লোগানে টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত সোমবার বিকেলে আন্ত: উপজেলা ১ম বিভাগ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জাহিদ হোসেন ছিদ্দিক টূর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে টেকনাফ মডেল থানার ওসি তদন্ত শেখ আশরাফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি জসিম উদ্দিন, যগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ, মহিলা সম্পাদিকা জেসমিন সুলতানা, উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যান, সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি নুর হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো: আলম বাহাদুর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক তোয়াক্কুল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ফজলুল কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্নাসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিসহ উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে ইয়ং বয়েস স্পোর্টিং ক্লাব ওয়াব্রাং-হ্নীলা ও কলেজ পাড়া স্পোর্টিং ক্লাব-টেকনাফ মোকাবেলা করে। নির্ধারিত সময়ে দু‘দলই গোল করতে ব্যর্থ হওয়ায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ইয়ং বয়েস ফুটবল একাদশ জয়ী হন। নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত টেকনাফের ১ম বিভাগ ফুটবল টূর্ণামেন্টে উপজেলার ৮টি দল অংশ করছেন।