হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
টেকনাফে প্রতিষ্ঠানভিত্তিক ৪ হাজার ৬০০ পিস কীটনাশকযুক্ত মশারী বিতরণ শুরু হয়েছে। ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচীর আওতায় এনজিও সংস্থা হিতৈষী বাংলাদেশ কীটনাশকযুক্ত মশারী বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে। বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মসজিদ, হাফেজখানা, মাদ্রাসা, এতিমখানা, মন্দির, প্যাগোডা, গীর্জা, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ইত্যাদি।
জানা যায়, টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল এস এম আরিফুল ইসলাম পুরো ব্যাটালিয়নের পক্ষে ১ হাজার ১৩০টি মশারী হিতৈষীর টেকনাফ উপজেলা ম্যানেজার জিয়াউল হক সরকার থেকে গ্রহন করেন। হিতৈষীর উপজেলা ম্যানেজার জিয়াউল হক সরকার বলেন, টেকনাফ উপজেলায় প্রতিষ্ঠানভিত্তিক মাঠ সহকারীদের মাধ্যমে তালিকা সংগ্রহ শেষে কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হচ্ছে।