জেলা ট্রাফিক পুলিশের প্রশিক্ষণ কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজারের পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসাইন বলেছেন-দুর্ঘটনা রোধে গাড়ির চালক-হেলপারদের সবসময় সতর্ক থাকতে হবে। পাশাপাশি যাত্রী, চালক ও পথচারীরা যাতে কোন ধরনের দুর্ঘটনার শিকার না হয় সে বিষয়টি বিবেচনায় এনে গাড়ি চালাতে হবে। তাহলেই সড়ক দুর্ঘটনা কমে আসবে বলে মনে করেন তিনি। এছাড়াও অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ওভারটেকিং এড়িয়ে চলা ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার জন্য চালক ও হেলপারদের প্রতি আহ্বান জানান তিনি। কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রাঙ্গনে জেলা ট্রাফিক পুলিশ ও মালিক-চালক সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত চালক-হেলপারদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার উপরোক্ত কথা বলেন। সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় আরো বক্তব্যে রাখেন-সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়–য়া, জেলা ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) বিনয় কুমার বড়–য়া, টিআই কামরুজ্জামান প্রমুখ।