প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার সদর উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা সদর উপজেলা সভাপতি শাব্বির আহমদ এম.এ. এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় হোটেল পালংকির রজনী রেস্তোরায়। সভার প্রধান অতিথি কৃষকলীগ কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা রেজাউল করিম বলেন-বাংলাদেশ আওয়ামীলীগ অনেক প্রতিকূল অবস্থা অতিক্রম করে জনগনের হৃদয়ে জায়গা করে নিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধিকার স্বাধীনতা আন্দোলনে আওয়ামীলীগ নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে। মহান নেতা বঙ্গবন্ধু তার জীবনে অনেক অত্যাচার জুলুম সহ্য করেছে। তিনি বলেন বাঙ্গালীর এই মহান নেতা শেষ পর্যন্ত ৭৫ এর ১৫ আগষ্ট নিষ্টুর হত্যা কান্ডের শিকার হয়েছেন। তিনি বলেন সে সময়ে বিশ্বস্থ নেতাকর্মী ছাড়া কেউ প্রতিবাদে এগিয়ে আসেনি এবং পার্শ্বেও কেউ ছিল না। তিনি ইতিহাস স্মরণ করে বলেন ৭৫ এর পরে আওয়ামীলীগের উপর অনেক দুঃসময় কেটে গেছে। দলের নিবেদিত প্রাণ নেতাকর্মীরা অনেক কষ্টে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে একুশ বছর পর ১৯৯৬ সালে দলকে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করে জনগনের সেবার সুযোগ সৃষ্টি হয়। সে দীর্ঘ দুঃসময়ে রাজপথের আন্দোলনে এত নেতাকর্মী দেখা যেত না। তিনি ক্ষোভের সাথে বলেন এখন এত নেতা কোথা থেকে এল! সুখের পায়রা হয়ে প্রশ্ন রাখে। সভায় তিনি বলেন নেতা অনেক বেড়ে গেছে। নেতা না বাড়িয়ে জনতার সমর্থন বাড়াতে চেষ্টা করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান। সভায় প্রধান বক্তা ছিলেন-কৃষকলীগ জেলা সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, এম.এ. হাশেম, বজল করিম মাষ্টার, নুরুচ্ছফা সিদ্দিকী, রফিক উদ্দিন, আনিসুল হক চৌধুরী, এড. মোস্তাক আহমদ, জেলা কৃষকলীগ নেতা সেলিম রেজা, আমির হামজা, ডাঃ আবদুল কুদ্দুস মাখন, জসিম উদ্দিন, আফলাতুন সিকদার, হাজী নুর আলম, নুরুল আলম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত চক্রবর্তী, সহ-সভাপতি নুরুল আমিন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, শেখ ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, রাশেদ, ঝিলংজা ইউনিয়ন সভাপতি শেখ জামাল, সাধারণ সম্পাদক আবুল ফয়েজ, খুরুশকুল ইউনিয়ন সভাপতি শফিউল হক শফি, শফিউল আলম শফি, ফিরোজ শাহী, চৌফলদন্ডী ইউনিয়ন সভাপতি সেলিম উল্লাহ, সাধারণ সম্পাদক মাষ্টার মনছুর, ইসলামপুর ইউনিয়ন সভাপতি সেলিম উদ্দিন, ইদগাও ইউনিয়ন সভাপতি মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর, আবুল মনছুর, ফজলুল কাদের ফয়েজ প্রমুখ।