ইমাম খাইর, সিবিএন
কক্সবাজারে উদ্বোধন হয়েছে ছয়দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান, বনজ ও ফলদ বৃক্ষমমেলা। এ উপলক্ষে শনিবার (৫ আগষ্ট) সকাল দশটায় জেলা প্রশাসক মো. আলী হোসেনের নেতৃত্বে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠ থেকে র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের মূল সড়ক ঘুরে পাবলিক লাইব্রেরি মাঠে সমাপ্ত হয়। সেখানে বেলুন উড়িয়ে ছয়দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান, বনজ ও ফলদ মেলার আনুষ্ঠানিক মেলা উদ্বোধন করা হয়। এরপর জেলা প্রশাসক মো: আলী হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই দেশি ফলের গাছ লাগাই’ এই প্রতিপাদ্যে ছয়দিনের মেলার উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল।কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা মোঃ আলী কবিরের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার উত্তর বন বিভাগীয় কর্মকর্তা হক মাহবুব মোরশেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আনোয়ারুল নাসের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আ.ক.ম শাহরিয়ার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন রশিদ প্রমুখ। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থঅীরা অংশ গ্রহণ করে। প্রতি শিক্ষার্থীকে দেয়া হয় দুইটি করে গাছের চারা। আলোচনা সভা শেষে ক্রেল প্রকল্পের সহায়তায় প্রায় ৬০০ সিপিজিকে (স্থানীয় বন প্রহরী) সরঞ্জাম দেয়া হয়।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বনবিভাগের যৌ আয়োজনে ছয় দিনের এই মেলায় ৩৬টির মতো স্টল বসেছে। প্রতি স্টলে বিভিন্ন প্রজাতির চারা গাছ পাওয়া যাচ্ছে। মোঃ আয়াজের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা শফিউল আলম। আগামী বৃহস্পতিবার মেলার সমাপনী।