বাংলাট্রিবিউন :

ষোড়শ সংশোধনী পাস বা বাতিল করার অধিকার জাতীয় সংসদের বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনী জাতীয় সংসদে আবার পাস করা হবে। আদালত যতবার ষোড়শ সংশোধনী বাতিল করবেন, ততবারই সংসদে পাস করা হবে।’ শুক্রবার (৪ আগস্ট) সিলেটের দক্ষিণ সুরমায় সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদ আইন সভা। সবার ঊর্ধ্বে তার অবস্থান। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানে এ অধিকার জাতীয় সংসদকে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘সামরিক সরকার এ অধিকার খর্ব করেছিল বিধায়, সংসদে পুনরায় তা ফিরিয়ে আনা হয়েছে।’

বিচারকরা জনগণের প্রতিনিধিদের ওপর খবরদারি করেন উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা তাদের নিয়োগ দেই। বিচারদের এমন আচরণ ঠিক নয়।’
অর্থমন্ত্রী শুক্রবার দুপুরে সিলেটে পৌঁছেন। সিলেট পৌঁছে প্রস্তাবিত সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্থানের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন। এরপর বিকালে স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রকাশনা উপলক্ষে সুধী সমাবেশে অংশ নেন।