ইমাম খাইর, সিবিএন:

যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে সড়কে যানজট সৃষ্টির দায়ে কক্সবাজারে পাঁচটি যাত্রীবাহী গাড়ি থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার ( ৪ আগষ্ট) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অভিযান চালানো হয়।

এসময় যত্রতত্র যাত্রী উঠানো, লাইসেন্স না থাকায় হানিফ পরিবহনের একটি বাসকে ৪০০০ টাকাসহ পাঁচটি গাড়ি থেকে ৫২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পরবর্তিতে সমুদ্র সৈকতে অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাইফুল ইসলাম জানান, অভিযানে কক্সবাজারে আগত পর্যটকদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হয়েছে।

পাশাপাশি জেট স্কীর কারনে পর্যটকরা নানা বিড়ম্বনার স্বীকার হচ্ছে বিধায় ৫টি লাইফ জ্যাকেট জব্দ করা হয়। উপ্সথিতি টের পেয়ে জেট স্কী গুলো হিমছড়ির দিকে পালিয়ে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান কাল/পরশু থেকে জেট স্কী গুলোতে পর্যটক সেজে অভিযান পরিচালনা করা হবে।

পর্যটকবান্ধব সৈকত গড়তে জেলা প্রশাসন, কক্সবাজার বদ্ধ পরিকর।

অভিযানে বিআরটিএ মোটরযান পরিদর্শক সাজেদুল ইসলাম এবং আনসার ব্যাটেলিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।