মোঃ শাহীন, টেকনাফ:

ভুমিক¤প, বজ্রপাত ও ঘুর্নিঝড় বিষয়ক স্কুল মহড়া টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ৩ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় টেকনাফ উপজেলা প্রশাসনের সহযোগীতায় ঘুর্নিঝড় প্রস্তুতি কর্মসুচী (সিপিপি) টেকনাফের বাস্তবায়নে এই কর্মসুচী পালন করা হয়।। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রনয় চাকমার সভাপত্বি অনুষ্টিত এ মহড়ায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের ঘুর্নিঝড় প্রস্তুতি কর্মসুচী (সিপিপি) পরিচালক (প্রশাসন) উপ-সচিব আহমাদুল হক। এতে উপস্থিত ছিলেন টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিবাবক সদস্য ও পৌর আওয়ামীলীগের সাধারন স¤পাদক মোঃ আলম বাহাদুর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হোছাইন, সিপিপির টেকনাফ অফিস ইনর্চাজ আব্দুল মতিন, নাফ রেডিও ম্যানেজার সিদ্দীক হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটির টেকনাফ উপজেলা টিম লিডার আবু হানিফ প্রমুখ।

এতে সিপিপি, রেড ক্রিসেন্ট সোসাইটি, ফায়ার সার্ভিস ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মহড়ায় অংশ নিয়ে ঘুর্নিঝড়, ভুমিক¤প, বজ্রপাতের পরিস্থিতি মোকাবেলা চিত্র পদর্শন করেন।