রামু সংবাদদাতা:
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেছেন, জনগনের সমস্যা নিরসনে সরকার সবসময় আন্তরিক। মানুষের দূর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতাকর্মীরা জনগনের পাশে রয়েছে। সম্প্রতি কক্সবাজার-রামুতে বন্যায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি চিহ্নিত করে ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু সহ অন্যান্য স্থাপনা সংস্কারের কাজ শীঘ্রই শুরু হবে।

এজন্য তিনি এলাকার জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে আন্তরিক ভুমিকা রাখার আহবান জানান।

বুধবার (২ আগষ্ট) বিকালে সাংসদ কমল রামুর কচ্ছপিয়া ইউনিয়নের নাইক্ষ্যংছড়ি-দোছড়ি সড়কের দোছড়ি নারিকেল বাগান এলাকায় বাঁকখালী নদীর ভাঙ্গনে বিলীন হওয়া সড়ক ও বসতি পরিদর্শনকালে স্থানীয় জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন।

এসময় সাংসদ কমল সহসা দোছড়ি নদীর ভাঙ্গন ও ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার কাজ শুরু হবে বলে স্থানীয়দের আশ্বাস দেন।

সাইমুম সরওয়ার কমল এর আগে (দুপুরে) রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের নাপিতেরচর এলাকায় বাঁকখালী নদীতে ডুবে নিহত ও নিখোঁজ দুই ছাত্রীর পরিবারের সদস্যদের দেখতে যান।

এসময় সাংসদ কমল বাঁকখালী নদীতে এখনো নিখোঁজ রোজিনা আকতারের উদ্ধার তৎপরতা তদারক করেন। সাংসদ কমল দুই ছাত্রীর পরিবারের সদস্যদের শান্তনা জানান এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করেন।

পরে তিনি কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুর রহিমের বাড়িতে গিয়ে তাঁর পিতা আলহাজ্ব মোজাফ্ফর আহমদের ইন্তেকালে শোকাহত স্বজনদের সমবেদনা জানান। এসময় তিনি পরিবারের সদস্যদের সাথে কিছু সময় অতিবাহিত করেন। বিকালে সাংসদ কমল রামুর গর্জনিয়ায় বাঁকখালী নদীর উপর ঝূঁকিপূর্ণ সেতু ও এপ্রোচ সড়কের সংস্কার কাজ দেখতে যান।

এসব কর্মসূচিতে সাংসদ কমলের সাথে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী চেয়ারম্যান , রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, কক্সবাজার জেলা পরিষদের সদস্য শামসুল আলম চেয়ারম্যান, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, কচ্ছপিয়া আবু মো. ঈসমাইল নোমান, আওয়ামীলীগ নেতা মাস্টার ফরিদ আহমদ, নুরুল হক, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, গর্জনিয়া যুবলীগ সভাপতি হাফেজ আহমদ, গর্জনিয়া ইউপি সদস্য মো. কামাল উদ্দিন, কচ্ছপিয়া যুবলীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সোহেল সিকদার, যুবলীগ নেতা লোকমান হাকিম, মো. ইদ্রিস, মো. সেলিম, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক আজিজ, কাউয়ারখোপ স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নুরুল ইসলাম নাহিদ, রামু উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ নোমান, কচ্ছপিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হেলাল সিকদার, সাধারণ সম্পাদক লবা কর্মকার, ছাত্রলীগ নেতা ছানা উল্লাহ বাবুল সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।