ক্রীড়া প্রতিবেদক:
৪৬ তম গ্রীষ্মকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় মর্যাদাকর ফুটবল (পুরুষ) বিভাগে জেলা পর্যায়ে সেমি-ফাইনালে উঠেছে দু’শিরোপা প্রত্যাশী দল চকরিয়া উপজেলা চ্যাম্পিয়ন মালুমঘাট আইডিয়াল হাই স্কুল ও রামু চ্যাম্পিয়ন রামু খিজারী উচ্চবিদ্যালয়।

২ আগস্ট বিকালে কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়াটার ফাইনালে ফেভারিট চকরিয়ার স্কুল দলটি ২-০ গোলে হারিয়েছে কুতুবদিয়া চ্যাম্পিয়ন কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়কে। ম্যাচের দু’অর্ধে আইডিয়ালের হয়ে গোল দু’টি করে সুযোগ সন্ধানী স্ট্রাইকার সাগর। এর আগে দু’দলের ম্যাচটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। উপস্থিত ছিলেন-কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছির উদ্দিন ।

এর আগে অনুষ্ঠিত প্রথম কোয়াটারে রামু খিজারী উচ্চ বিদ্যালয় ২-১ গোলে মহেশখালীর পানির ছড়া উচ্চ বিদ্যালয়কে হারিয়ে সেমিতে উঠে। আজ সকাল ৯ টায় শিরোপা প্রত্যাশী দু’দল দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হবে। এর আগে আজ সকাল ৮ টায় ছেলেদের প্রথম সেমিতে মুখোমুখি হবে পেকুয়া ও উখিয়া।

আজ বিকেলে মেয়েদের ফাইনালে কক্সবাজার সেরার লড়াইয়ে মাঠে নামবে চকরিয়া চ্যাম্পিয়ন মালুমঘাট মেমোরিয়াল খৃস্টান উচ্চ বিদ্যালয় বনাম কক্সবাজার সদর চ্যাম্পিয়ন ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতন। গতকাল বিকেলে অনুষ্ঠিত মেয়েদের সেমি-ফাইনালে চকরিয়া চ্যাাম্পিয়ন মালুমঘাট খৃস্টান উচ্চ বিদ্যালয় বালিকা দল টাইব্রেকারে ৬-৫ গোলে রামু চ্যাম্পিয়ন দল কাওয়ারখোপ উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে ফাইনালে উঠে। দু’দলের নির্ধারিত সময়ের খেলা ০-০ ভাবে শেষ হয়।

এদিকে মর্যাদাকর ফুটবলের বালক ও বালিকা বিভাগে চকরিয়া মালুমঘাটের দু’স্কুল দল সাফল্য অর্জন করায় খেলোয়াড়-কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন-চকরিয়া-পেকুয়ার সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সাহেদুল ইসলাম, কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী, সাবেক তারকা ফুটবলার গিয়াস উদ্দিন, মালুমঘাট ক্রীড়া সংস্থার সভাপতি এম. আর মাহবুব, স্কুল ফুটবল দলের কোচ সাগর, সহকারী কোচ আনসার, নজরুল বাবু প্রমূখ।