হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
টেকনাফে চলমান ভোটার হালনাগাদে সাধারণ ভোটারদের কাছ থেকে বিভিন্ন উপায়ে টাকা নেওয়ার অভিযোগে দেলোয়ার হোছাইন নামে ১জন তথ্য সংগ্রহকারীকে বুধবার অব্যাহতি দেয়া হয়েছে।

তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা জুনিয়র হাইস্কুলের সহকারী শিক্ষক এবং মুচনী এলাকার বশির আহমদের পুত্র।

টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: শহিদুল ইসলাম জানান, ভুক্তভোগী লোকজনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় উক্ত তথ্য সংগ্রহকারীকে দায়িত্ব থেকে একেবারে অব্যাহতি দেয়া হয়েছে। ভোটার নিবন্ধনে চরম অনিয়মের আশ্রয় নেওয়ায় অব্যাহতি প্রাপ্ত এই স্কুল শিক্ষককের বিরুদ্ধে নির্বাচন কমিশন আইনী ব্যবস্থা নেবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভোটার হালনাগাদ বিশেষ কমিটির সভাপতি জাহিদ হোসেন ছিদ্দিক জানান, অব্যাহতি প্রাপ্ত তথ্যসংগ্রহকারীর বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া আইন পদক্ষেপ গ্রহণ করা হবে।

জানা যায়, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রঙ্গিখালীপাড়া, রঙ্গিখালী মাদরাসা পাড়া ও দরগাহ আলীখালী রাস্তার মাথাস্থ ভোটার এলাকায় নিয়োজিত তথ্য সংগ্রহকারী লেদা জুনিয়র হাইস্কুলের শিক্ষক মুচনী এলাকার বশির আহমদের পুত্র দেলোয়ার হোছাইনের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোটার নিবন্ধন করার অভিযোগ উঠে।