বিবিসি :
পাকিস্তানে ক্ষমতাসীন মুসলিম লিগ (এন) শাহিদ খাকান আব্বাসীকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে।
মি. আব্বাসী পাকিস্তানের সাবেক পেট্রোলিয়াম মন্ত্রী ছিলেন।
এর আগে পাকিস্তানের সুপ্রিম কোর্ট দুর্নীতির অভিযোগে পূর্বতন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সরকারি পদে থাকার অযোগ্য ঘোষণা করলে শুক্রবার তিনি পদত্যাগ করেন।
মনে করা হচ্ছে মি. আব্বাসী কয়েক মাস প্রধানমন্ত্রী পদে থাকবেন – যতদিন না নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ প্রধানমন্ত্রীর পদ গ্রহণের জন্য তৈরি হন।
মি. শাহবাজ শরিফ এখন পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী ।

তাকে প্রধানমন্ত্রী হতে গেলে ওই পদ ছাড়তে হবে এবং তার পর কোন একটি উপনির্বাচনে জয়ী হয়ে পার্লামেন্টের সদস্য হতে হবে।

বিশ্লেষকরা বলছেন – মি. আব্বাসী আসলে একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মাত্র, এবং কয়েকমাসের মধ্যেই তার জায়গায় আসছেন শাহবাজ শরিফ।

পাকিস্তানের ডন পত্রিকা বলছে, ৬৫ বছর বয়স্ক শাহবাজ শরিফই যে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এতে প্রায় কোনই সন্দেহ নেই।

মনে করা হচ্ছে, তার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেয়া এবং উপনির্বাচনে জিতে আসা – এজন্য অন্তত ৪৫ দিন সময় লাগবে।

নওয়াজ শরীফ পদত্যাগ করার পর বলেছেন, তার বিবেক অত্যন্ত পরিস্কার।

ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম করা মন্তব্যে মি. শরীফ বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের একটিও প্রমাণ হয়নি এবং তিনি বুঝতে পারছেন না আদালতের রায়ের ভিত্তি কি।