রেলওয়ে এমপ্লয়েজলীগের দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন

প্রকাশ: ২৯ জুলাই, ২০১৭ ০৪:০৯ , আপডেট: ২৯ জুলাই, ২০১৭ ০৪:৩২

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।

সংবাদদাতা:
বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়েজলীগ (রেজিঃ নং- বি-১৭০৩) এর ২০ তম দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (২০ জুলাই) কক্সবাজার শহরের অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
সংগঠনের সভাপতি মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের খান, কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা মুহাম্মদ আলমগীর।
বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়েজলীগের সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারীর পরিচালনায় ২০ তম দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলনে সারাদেশের শাখা সংগঠনের কাউন্সিলররা অংশ গ্রহণ করেন। ওই অধিবেশনে সেলিম পাটোয়ারী সংগঠনের বার্ষিক প্রতিবেদন পেশ করেন।
সম্মেলন শেষে ২০১৭/১৮ সালের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের পরিচালনায় কাউন্সিলরদের ভোটে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
এতে মোঃ আক্তারুজ্জামান সভাপতি, আজহার আলী কার্যকরী সভাপতি, সেলিম পাটোয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৩০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত অন্যান্য কর্তাব্যক্তিরা হলেন- সহ-সভাপতি একেএম খুরশিদ আলম, সরকার নাহারুল ইসলাম, মতিউর রহমান, হাফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক এস.এম আবদুল হক, মো. শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভুইয়া, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক এসএম আকরাম, দপ্তর সম্পাদক আবদুর রহিম, আইন বিষয়ক সম্পাদক আবদুল আজিজ, সমাজ কল্যাণ ও সাংস্কৃতি সম্পাদক মুজিবুল হক মজুমদার, সহ-সাধারণ সম্পাদক আবদুল কাদের, আবুল কাশেম, ফ.আ.ম আসাদুজ্জামান, রেনায়েল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক, রেজাউল করিম, সহ-প্রচার সম্পাদক নাজমুল আমিন মতিন, সহ-দপ্তর সম্পাদক আবদুল মান্নান, সদস্য- মোরশেদা বেগম, খোরশেদ আলম পাটোয়ারী, আবুল হাশেম, হাবীবুর রহমান, দেলোয়ার হোসাইন, আবু তৈয়ব।