প্রেস বিজ্ঞপ্তি: 

কক্সবাজার সিটি কলেজ ক্যাম্পাসেও  বৃহস্পতিবার শতাধিক গাছের চারা রোপন করেছে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। দুপুরে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ক্য থিং অং।

‘একজন বন্ধু, দুটি গাছ’ এই স্লোগানে গত ২০ জুলাই থেকে এই বৃক্ষরোপন কর্মসুচি শুরু হয়েছে। এর আগে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কক্সবাজার সরকারি কলেজে ক্যাম্পাসে প্রায় ২০০ ফলজ গাছ রোপন করা হয়েছে।

কর্মসূচিতে অংশ নেন- উপাধ্যক্ষ জনাব আবু মো জাফর সাদেক, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান গোপাল কৃষ্ণ দাশ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান শাহানুর আক্তার, বাংলা বিভাগের প্রধান শরমিন সিদ্দিকা লিমা, অর্থনীতি বিভাগের প্রধান তসলিমা রশিদ, ইসলামের সংস্কৃতি ও ইতিহাস বিভাগের প্রধান এস.এম আকতার উদ্দিন চৌধুরী, ইংরেজি বিভাগের প্রধান হাসেম উদ্দিন, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জেবুন্নেসা, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক তৌহিদুর রহমান, বন্ধুসভার সদস্য ইনজামামুল হক, সাহেদুল হক সাইমুন, মুরাদ মোক্তাদির তোহা, সুবাহ সিনথিয়া, নাজিয়া রাহা, তাসলিম জাহান মীম, সায়মা তাহের শোভন, তারেকুল ইসলাম, রুহুল আমিন প্রমূখ।

 

বন্ধুসভার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, গত ২০ জুলাই কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এবং ২২ জুলাই কক্সবাজার সরকারি কলেজে ফলদ, বনজ, ঔষধিসহ ৯ প্রজাতির প্রায় দুশতাধিক চারা গাছ রোপণ করা হয়েছে। আগামী রবিবার কক্সবাজার সরকারি মহিলা কলেজে হরেক প্রজাতির চারা গাছ রোপণ করা হবে।