প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারের অন্যতম মাদকাসক্তি চিকিৎসা ও পূর্নবাসন কেন্দ্র ফিউচার লাইফের উদ্দ্যেগে আর্ন্তজাতিক মাদক বিরোধী দিবস পালিত হয়েছে। ২৬ জুলাই আর্ন্তজাতিক মাদকদ্রব্যের অপব্যহার ও অবৈধ পাচার বিরোধী দিসব উপলক্ষে সকাল ১০ টায় কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য র‌্যলী এবং পরবর্তি আলোচনা সভায় অংশ গ্রহন শেষে বিকালে কক্সবাজার শহরের আলীর জাহালস্থ ফিউচার লাইফ কার্যালয়ে” শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ” শিরুনামে এক আলোচনা সভা অনুষ্টিত হয় এতে বক্তব্য রাখেন ফিউচার লাইফএর প্রোগ্রাম অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী প্রোগ্রাম অফিসার রাসেল ঘোষ, ও সিরাজুল মোস্তাফা মামুন।

এতে উপস্থিত ছিলেন সাদেক, নুরল আলম, রাশেদ, সোহেল, মংচকাই,মনজুর,সোহেল সহ ইন হাউজের বন্ধুরা উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন মাদকাসক্তদের সামাজিক ভাবে বিচ্ছিন্ন না করে তাদের পারিবারিক এবং সামাজিক বন্ধনে আবদ্ধ রাখতে হবে। মাদকাসক্ত একটি রোগ যেটি দীর্ঘ মিয়াদী চিকিৎসা করলে ভাল হয়ে যায়। তাই সমাজের সবাইকে প্রতিপাদ্য বিষয়ের যথার্থতা বুঝে উঠতি বয়সি সন্তানদের প্রতি বিশেষ নজর রাখার আহবান জানান।