জহির খন্দকার:

ঈদগড়-ঈদগাঁও সড়কের পানেরছড়া ঢালার ভেঙ্গে যাওয়া অংশ পার হতে গিয়ে একটি বাস উল্টে গেছে। ভাঙ্গনকৃত অংশ পারাপারের সময় বাসের যাত্রীরা নেমে যাওয়া হতাহত হয়নি।
জানা যায় ,অাজ সকাল ১০ টার সময় কক্সবাজার জ-০০-১০৪ নং বাসটি ঈদগড় থেকে যাত্রী নিয়ে পানেরছড়া ঢালায় যাওয়ার পুর্বে পাহাড়ি ঢলের পানিতে ঐ অংশটি ভেঙ্গে খালে বিলিন হয়ে যায়। গাড়ীর চালক ২৫ জন যাত্রীকে নামিয়ে দিয়ে খালি বাসটি ভাঙ্গনকৃত অংশ পার হতে গেলে বাসটি উল্টে যায়। হিল লাইন সার্ভিসের লাইনম্যান রোস্তম অালী জানান , অাজ সকাল ১০ টা থেকে বাসটি উল্টে যাওয়ার পর থেকে ঈদগড়-ঈদগাঁও সড়কে সরাসরি যাতায়ত বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন থাকার কারনে জনদুর্ভোগ চরম অাকার ধারন করেছে।