বিদেশ ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক গাড়ি বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪২জন। সোমবার সকাল সাতটার দিকে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশীটর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ। তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের কর্মীবহনকারী একটি বাসে হামলা চালায় ওই গাড়ি।’ তবে এখনও কোনও গোষ্ঠী এই হামলার দায়ভার স্বীকার করেনি।

হামলায় আহত অনেকের অবস্থা গুরুতর জানিয়ে স্থানীয় কর্তৃপক্ষ বলছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। হামলার পর থেকে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। সোমবার যেই স্থানে হামলা চালানো হয় সেখানকার বেশিরভাগই শিয়া মুসলিম। এছাড়া রাজনীতিবিদ ও উপ সরকারি প্রধান নির্বাহী মোহাম্মদ মোহাকিক এর বাড়িও েসেখানে। তার মুখপাত্র ওমিদ মাইসুম বলেন, তার বাড়িতে আসার পথে প্রথম চেকপোস্টেই বোমা হামলা চালানো হয়।

কাবুলে এমন হামলা নিয়মিতই হয়। জাতিসংঘের মতে বছরের প্রথম ছয়মাসে এমন জঙ্গি হামলায় ১৬৬২ জন মারা গেছেন। আহত হয়েছেন সাড়ে তিন হাজারের বেশি।