বিশেষ প্রতিবেদক, সিবিএন:

কক্সবাজার সদর হাসপাতালের জরুরী বিভাগে আহত রোগীর কাছে ৫ হাজার টাকা ফি দাবী করা চিকিৎসক সত্যম সরকারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হয়েছে। ডাক্তার সপ্তমের রোগীর কাছে ফি আদায়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সদর হাসপাতালের সুপার ডা: পুচনু এই সুপারিশ করেন।

কক্সবাজার সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, তদন্ত শেষে আজ রোববার সকালে তদন্ত কমিটির ২ সদস্য ডাঃ আইয়ুব আলী ও আরএমও ডাঃ শাহিন আবদুর রহমান তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

সূত্রটি জানিয়েছে, তদন্ত কমিটি ঐ ঘটনায় রোগী রাশেলের ২ স্বজন, ঐ সময় দায়িত্বরত একাধিক কর্মচারী ও অভিযুক্ত চিকিৎসক সত্যম সরকারের লিখিত বক্তব্য নেয়। এছাড়াও ঐ দিনের ভিডিও ফুটেজ নিয়ে তদন্ত কমিটি রোগীর স্বজন, হাসপাতালের কর্মচারী ও ডাক্তার সপ্তমকে জেরা করেন। তদন্ত কমিটি প্রাথমিকভাবে রোগীর কাছে ডাক্তার সত্যমের ফি দাবির সত্যতা পান বলে সূত্রটি জানিয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরপরই সদর হাসপাতালের সুপার ডাঃ পূচনু সত্যম সরকারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে সুপারিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে ।