জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
টেকনাফে ঘুর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত ৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার উপজেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে ইউনিসেফ কর্তৃক প্রদত্ত শিক্ষা উপকরণ সংশ্লিষ্ট স্কুল কমিটি ক্ষতিগ্রস্থ পরিবারের ছাত্র/ছাত্রীদের মাঝে বিতরণ সম্পন্ন করেন।
সকালে রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬ শতাধিক ছাত্র/ছাত্রীদের মাঝে আনুষ্টানিকভাবে শিক্ষা উপকরণ বিতরণ করেন স্কুল কমিটির সভাপতি জামাল হোছাইন মেম্বার, সহ সভাপতি-সাংবাদিক জসিম উদ্দিন টিপু, প্রধান শিক্ষক শাকের আহমদ, সদস্য মোহাম্মদ ইদ্রীছ, অভিভাবক হাসান আলী পিন্টু।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক তাহেরা পারভীন, আনোয়ারুল ইসলাম, সেতেরা পারভীন ও নুরুন্নাহার প্রমুখ।