ইমাম খাইর, সিবিএন:
শহরের বিভিন্ন এলাকার পাহাড়ী ঢালুতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে আনতে কাজ শুরু করেছে জেলা প্রশাসন।

বিশেষ করে গত দু দিনের টানা বর্ষনে পাহাড় ধসের আশংকা  থাকায় জেলা প্রশাসকের নির্দেশে আজ কক্সবাজার পৌর এলাকা এবং ঝিলংজা ইউনিয়নের বিভিন্ন পাহাড়ে ও পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত জনগনকে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহন করার জন্য অনুরোধ জানিয়ে মাইকিং করা হয়। সতর্ক করা সাধারণ মানুষকে। 

শুক্রবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের কবরস্থান পাড়া, লাইটহাউজ পাড়া, পাহাড়তলী এলাকার পাহাড়ের ঢালুতে এবং পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবারের লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার লক্ষ্যে সতর্ক করা হয়।

এ সময় পাহাড় ধনে জীবনহানির আশংকায় প্রায় ৬০টি পরিবারের লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়। 

কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)  পংকজ বড়ুয়ার নেতৃত্বে অভিযান চালানো হয়।

এ সময় কক্সবাজার ফায়ার সার্ভিস টিমসহ সংশ্লিষ্টরা সঙ্গে ছিলেন।