ক্রীডা প্রতিবেদক:
মহেশখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ১৯ জুলাই বিকালে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনালে শাপলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে মহেশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনালে মিজ্জিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪–২ গোলে ছোটমহেশখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম।উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ তাজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম বিএ,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ,,মহেশখালী কেলেজের ক্রীড়া শিক্ষক আমিনুল হক,যুবলীগ নেতা আব্দুল হাকিম সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সম্মানিত শিক্ষকগন উপস্থিত ছিলেন।মহেশখালীতে উপজেলা শিক্ষা অফিসার হিসাবে যোগদান করে প্রবল বর্ষার বিপর্যয় মূহুর্তেও সুন্দর একটি ফাইনাল খেলা সম্পন্ন করায় উপজেলা শিক্ষা অফিসার একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।