সংবাদ বিজ্ঞপ্তি:
সপ্তাহব্যাপী কক্সবাজার-রামুর বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণের শেষ দিনে সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুহাম্মদ সহিদুজ্জামান ঈদগাঁও কলেজ গেইট, মাইজপাড়া, ভোমারিয়া ঘোনা, ও চৌফলদন্ডী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রাণ বিতরণ করেন। এসময় তিনি প্রায় সহ¯্রাধিক পরিবারের নারী-পুরুষের হাতে ত্রাণের চাউল তোলে দেন।
ত্রাণ বিতরণপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য ত্রাণ তৎপরতা বড় কিছু না হলেও এটি একটি মানবিকতা। এই মানবিক সহযোগিতার মাধ্যমে ক্ষগ্রিস্থ পরিবার গুলোকে গুছিয়ে উঠতে এবং পুষিয়ে উঠতে সাহস যোগানো মাত্র। যে বা যারাই এই মানবিকতায় এগিয়ে আসেন তারা অবশ্যই মহৎ। এই ত্রাণ তৎপরতায় তাঁকে যারা যেভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদুল আলম, আহমদ হোসেন, মোজাফফর আহমদ, আমির হোসন, সৈয়দ অলম, আবু তাহের, শাহ আলম, মোঃ আলম, নুরুল হুদা, আবুবকর, আজিজুর রহমান সিকদার ও মুরশেদুর রহমান প্রমূখ।