সিবিএন: 
সারাদেশের মত রামু উপজেলায়ও আজ (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে “মাছচাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ”। রামু উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, এ উপলক্ষে আজ ১৮ জুলাই থেকে আগামী ২৪ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচী পালন করা হবে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামীকাল (১৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ পরিষদ মিলনায়তনে উদ্ধোধনী অনুষ্ঠানের অয়োজন করা হয়েছে। উদ্ধোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য সড়ক র‍্যালী বের করা হবে এবং র‍্যালীশেষে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্ত করা হবে।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, বিশেষ অতিথি থাকবেন ভাইস চেয়ারম্যান আলী হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদ ইয়াছমিন। এতে সংশ্লিষ্ট সকলকে উপস্হিত থাকার অনুরোধ জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।