বিশেষ সংবাদদাতা
আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলন সংগ্রামে জিততে হলে জেলার প্রতিটি এলাকাকে শ্রমিকদলের ঘাটি বানাতে হবে। এ জন্য সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন জেলা শ্রমিকদলের সভাপতি ও কক্সবাজার পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম।
রবিবার (১৬ জুলাই) দুপুরে পৌরসভার ১২ নং ওয়ার্ড শ্রমিকদলের নবনির্বাচিত কমিটির নেতারা সাক্ষাতে গেলে তিনি এসব কথা বলেন। কাউন্সিলর রফিকুল ইসলামের পৌরসভার কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
জননেতা রফিকুল ইসলাম নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, এই জনপদের শ্রেষ্ট সম্পদ বিএনপির রাজনীতির অভিভাবক সালাহ উদ্দিন আহমদের নির্দেশে শ্রমিকদলের কার্যক্রমকে জেলায় সুসংহত করেছি। প্রতিটি এলাকায় সংগঠন প্রতিষ্ঠান করেছি। আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে চাই। এ জন্য নেতৃত্বের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে সামনে অগ্রসর হতে হবে। দলের ভেতর কোন কোন্দল থাকতে পারবেনা। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সংগঠনকে আরো বেশী শক্তিশালী করুন।
শ্রমিক নেতা রফিক বলেছেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কোন সময় ডাক দিতে পারেন। নেত্রীর ডাক আসা মাত্রই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে ঝাপিয়ে পড়তে হবে। স্বৈরাচারী এই সরকারের পতন না ঘটিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবেনা।
নবগঠিত ১২ নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ ইউছুপ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাছান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল আলমের নেতৃত্বে সাক্ষাতকালে উপস্থিত ছিলেন-জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, পৌর শ্রমিকদলের সভাপতি এস্তাক আহমদ, সহ-সভাপতি আব্দুল হালিম ভান্ডারী, আবদুল মালেক, ছালামত উল্লাহ, আমান উল্লাহ, যুগ্ম-সম্পাদক জসিম উদ্দিন, শহর শ্রমিকদল নেতা আবদুর রহিম, নূর হোসেন, ৮ নং ওয়ার্ড সভাপতি আবদুল করিম, ৯ নং ওয়ার্ড সভাপতি মনসুর আলম, ১ নং ওয়ার্ড সেক্রেটারী মোহাম্মদ বাবুল, ১২ নং ওয়ার্ড শ্রমিকদল নেতা মো. নুরু, হাসান, ইসমাঈল, মো. সেলিম, শাহজাহান প্রমুখ।এরপর ১২ নং ওয়ার্ড শ্রমিকদলের নেতারা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পিপি এডভোকেট শামিম আরা স্বপ্নার সাথে জেলা বারে গিয়ে সাক্ষাত করেন।
জবাবে বিএনপি নেত্রী স্বপ্না সকল নেতাদের এক কাতারে থেকে দলকে শক্তিশালী করার আহবান জানান। এ জন্য প্রয়োজনীয় সব ধরণের সহায়তা দেয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, শনিবার বিকালে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গনে ১২ নং ওয়ার্ড শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে ৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়।