মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ব্যবসায় শিক্ষা বিভাগের অকাল প্রয়াত সিনিয়র শিক্ষক মোহাম্মদ রশিদ স্যারের স্মরণে ঈদগাঁও ও পোকখালীতে পৃথক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তার কর্মস্থল ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, পোকখালী আইডিয়াল কেজি স্কুল এবং তার নিজ বাড়ী পূর্ব পোকখালী সিকদার পাড়ায় ১৪ জুলাই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে ঈদগাহ হাইস্কুলে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনায় পবিত্র খতমে কোরআন, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ইবাদত কক্ষে এ খতমে কোরআন পরিচালনা করেন ঈদগাঁও বায়তুশ শরফ কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা ছৈয়দ নুর হেলালী ও পেশ ইমাম শামসুল আলম। শেষে দোয়া ও মুনাজাতে অংশ নেন প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত, সহকারী প্রধান শিক্ষক এম. মোখতার আহমদ, নুরুল কবির, মো. রেজাউল করিম, প্রবীণ শিক্ষক জাফর আলম, আবদুচ ছালাম হেলালী, মোহাম্মদ ইবরাহীম, মোহাম্মদ আলম, আনিসুর রহমান, ইয়াছিন, আরফাত, শামসুল আলম প্রমুখ। এতে সর্বশক্তিমান আল্লাহর কাছে তার জান্নাত কামনা করা হয়। একই দিন নিজ বাড়ীতে কোরআন খানি, দোয়া ও জিয়াফতের আয়োজন করা হয়। জিয়াফতে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষকবৃন্দ, মরহুমের ৯৩ ব্যাচের শিক্ষার্থীসহ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, এলাকাবাসী ও শুভাকাঙ্খীরা অংশ নেন। অনুষ্ঠান আয়োজনে ছিলেন মরহুমের পরিবারবর্গ ও নিকটাত্মীয়গণ। এদিকে বিকেল ৩টায় নিরক্ষরমুক্ত পোকখালী শিক্ষা উন্নয়ন পরিষদের উদ্যোগে তার মৃত্যু উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইউপি কমপ্লেক্স সংলগ্ন পোকখালী আইডিয়াল কেজি স্কুল প্রাঙ্গনে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এর প্রতিনিধি জেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত। আলোচনায় অংশ নেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ সোহেল জাহান চৌধুরী, পোকখালী চেয়ারম্যান রফিক আহমদ, জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, পোকখালী আ.লীগ সভাপতি মোজাহের আহমদ, বিএনপি সভাপতি এইচ.এম সেলিম উদ্দীন, জামায়াত নেতা মাওলানা শফিউল ইসলাম, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিউল আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক কামাল উদ্দীন, এডভোকেট একরামুল হুদা, মরহুমের সতীর্থ সাংবাদিক এস.এম তারেকুল হাসান, নুরুল আমিন হেলালী, কাফি আনোয়ার, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রদল সভাপতি বেলাল উদ্দীন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ উদ্দীন রাসেল, কুতুব উদ্দীন চৌধুরী। স্থানীয় যুবনেতা আজিজুল হক রুবেলের সঞ্চালনায় ও আয়োজক সংগঠনের আহবায়ক এডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর, বদিউল আলম। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন খামার পাড়া জামে মসজিদের প্রাক্তন খতিব মাওলানা শামসুল হক আজিজি। আয়োজকদের মধ্যে ছিলেন ওসমান গণি এলি, শাহজাহান মনির, সালাহ উদ্দীন, নোমান, আনোয়ার প্রমুখ। শুরুতে কোরআন তিলাওয়াত করেন মোহাম্মদ রিদুয়ান। আলোচকরা বলেন, মরহুম মোহাম্মদ রশিদের অকাল মৃত্যুতে শিক্ষাঙ্গনে যে শূন্যস্থার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার মত নয়। তিনি শিক্ষা দীক্ষায় অনগ্রসর পোকখালী বাসির আলোকবর্তিকা ছিলেন। তার চালচলন এবং স্বভাব চরিত্র ছিল খুবই প্রশংসনীয়।