রামু প্রতিনিধি :

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সাতঘরিয়াপাড়া এলাকায় চিহ্নিত ভূমিদস্যু ও রাজাকার মোজাফ্ফর আহমদ বাহিনী নিরীহ লোকজনের জমি জবর দখলের চেষ্টা চালিয়েছে। জবর-দখলের উদ্দেশ্যে ভাংচুর করা হয়েছে ঘর ও টিনের ঘেরা বেড়া। গত মঙ্গলবার গভীর রাতে পরিকল্পিতভাবে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় রামু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জমির মালিকরা। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জমির মালিক সৌদি প্রবাসী নুরুল আলমের স্ত্রী খালেদা খানম জানিয়েছেন, তাঁর নামে সৃজিত খতিয়ানভুক্ত জমি দীর্ঘদিন জবর দখলের চেষ্টা চালিয়ে আসছে এলাকার চিহ্নিত ভূমিদস্যু মোজাফ্ফর আহমদ ও তার সহযোগিরা।

সম্প্রতি বিভিন্ন সময়ে চক্রটি এ জমি জবর দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা ও ভাংচুর চালায়। মোজাফ্ফর আহমদের নেতৃত্বে হামলায় স্থানীয় শফিউল কবির, আমিরুল কবির, মোহাম্মদ আবদুল্লাহ, সাদ্দাম হোসেন, নুরুল হুদা, নুরুল হক, আমজাদ হোসেন, রিফাত, রাশেদ, শাহজাহানসহ আরো কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী অংশ নেয়। হামলাকারিরা ওই জমিতে নির্মাণ করা ঘর, টিনের বেড়া ব্যাপক ভাংচুর করে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় জমির মালিক খালেদা খানমের পক্ষে রামু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দিলদার মিয়া।