শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :
কক্সবাজার সদরের ভারুয়াখালী থেকে অর্ধ ডজন মামলার পলাতক আসামী শীর্ষ ত্রাস আবদুল মোতালেবকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ জুলাই ভোর ৪ টার তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।সে ইউনিয়নের পশ্চিম ভারুয়াখালী এলাকার সিরাজুল হকের পুত্র।

পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোতালেবের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭ টি মামলা রয়েছে।সে দীর্ঘদিন গা ঢাকা আসছিল ঐদিন গোপন সংবাদের ভিত্তিত্বে তদন্ত কেন্দ্রের এএসআই আবুল কাশেম ও লিটনুর রহমান জয় সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে। এএসআই আবুল কাসেম জানান,তার বিরুদ্ধে ডাকাতি,হত্যা চেষ্টা, মারামারি, অস্ত্র, চেক প্রতারনাসহ একাধিক মামলার পরোয়ানা ছিল। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃখাইরুজ্জামান গ্রেফতারের সতত্যা নিশ্চিত করেন জানান ঐদিন বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।উল্লেখ্য,গ্রেফতারকৃত আবদুল মোতালেব এলাকায় সন্ত্রাসী বাহিনী গঠন করে বিভিন্ন অপকর্ম করে আসছিল। তার গ্রেফতারের খবরের এলাকাবাসী স্তস্তির নিঃশ্বাস পেলেছে বলে জানান স্থানীয়রা।