খালেদ হোসেন টাপু, রামু:

রামু উপজেলার রাজারকুলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শন করেছেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম। শুক্রবার (১৪ জুলাই) মনিরঝিল, পূর্ব রাজারকুল, বড়–য়াপাড়াসহ রাজারকুলের ৫টি জনগুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেন তিনি।

চেয়ারম্যান রিয়াজ বলেন, বর্তমান শেখ হাসিনা সরকার উন্নয়নবান্ধব। বর্তমান সরকারের আমলে সারা দেশের মত রামু উপজেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং বিভিন্ন সংস্কার কাজ চলমান রয়েছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ১১টি ইউনিয়নের সড়কগুলো পর্যায়ক্রমে সংস্কার করা হবে। এ সময় তিনি বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ, জেলা যুবলীগ নেতা পলক বড়–য়া আপ্পু, রামু উপজেলা যুবলীগ নেতা নবীউল হক আরকান ও ওসমান গণিসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।