হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
টেকনাফে অনুষ্টিত আইন শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির সভায় ইয়াবা চোরাচালান রোধে এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে যৌথ বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাছাড়া রাতের বেলা নাফ নদীতে মাছ শিকার বন্দ, পণ্য তালিকা টাঙ্গানো, বাস টার্মিনাল চালু, ডিবি পরিচয়ে সাদা পোষাকে অভিযানে ঘন ঘন অপ্রীতিকর ঘটনায় উদ্বেগ প্রকাশ, টেকনাফ ও হ্নীলা স্টেশনে যানজট নিরসন, হোয়াইক্যং অবৈধ অস্ত্র উদ্ধার, চাকমা কতৃক মুসলিম কিশোর অপহরণ, পৌর এলাকায় পুলিশী টহল জোরদার, পাহাড়ে ঝুঁকিতে বসবাস রতদের তালিকা তৈরী, হোয়াইক্যং-বাহারছড়া ঢালায় পুলিশী টহল, লম্বরী সরকারী প্রাইমারী স্কুলে চুরি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১৩ জুলাই সকাল ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাহিদ হোসেন সিদ্দিক। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ রফিক উদ্দিন, মিস তাহেরা আক্তার মিলি, টেকনাফ পৌর মেয়র আলহাজ্ব মোঃ ইসলাম, কমিটির সদস্য আলহাজ্ব সোনা আলী, আলহাজ্ব জহির হোসেন এমএ, আবুল কালাম, হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ নুর আহমদ আনোয়ারী, হ্নীলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এইচকে আনোয়ার সিআইপি, টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া, উপজেলা শিক্ষা অফিসার এমদাদ হোসেন চৌধুরী, একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুল আবসার, সহকারী বন সংরক্ষক দেওয়ান মোঃ আবদুল হাই আজাদ, মুক্তিযোদ্ধা কমান্ডার জহির আহমদ বক্তব্য রাখেন।
সভায় ডিবি পরিচয়ে সাদা পোষাকে অভিযানে ঘন ঘন অপ্রীতিকর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সোনা আলীর প্রস্তাবের প্রেক্ষিতে ইয়াবা চোরাচালান রোধে এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে যৌথ বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সরকারী-বেসরকারী কর্মকর্তা, বিজিবি, পুলিশ, আনসার-ভিডিপির প্রতিনিধি সাংবাদিক উপস্থিত ছিলেন।