ইমাম খাইর, সিবিএন:

শহরে বিভিন্ন এলাকার চিহ্নিত মাদকের আস্তানায় অভিযান চলছে।

বুধবার (১২ জুলাই) ভোর চারটা থেকে জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

রাখাইন পাড়া, পেশকার পাড়া, বড় বাজার, সমিতি পাড়া এলাকা থেকে বিপুল পরিমান হেরোইন, গাজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে দুইজনকে।

তবে, বড়বাজার এলাকার বাসিন্দা শীর্ষ মাদক সম্রাজ্ঞি উশা রাখাইন পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পরেনি অভিযানকারী দল।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেনারেল সার্টিফিকেট অফিসার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান অব্যাহত আছে।

সাথে আছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার এর ইন্সপেক্টর ধননজয় চন্দ্র দেবনাথ।

তিনি জানান, মাদকের কারণে যুব সমাজ ধংস হচ্ছে। ভোর থেকে শহরের বিভিন্ন মাদক স্পটে  অভিযান চালানো হচ্ছে।ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

মাদকদ্রব্য বিরোধী এই অভিযানে আনসার ব্যাটেলিয়নের সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত আছেন।

এদিকে ভোর থেকে চালানো প্রশাসনের দুঃসাহসিক এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবী সবার।