আবুল বশর পারভেজ, মহেশখালী:

মহেশখালী উপজেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুলাই উপজেলা পরিষদ হল রুমে ইউএওনও মোহাম্মদ আবুল কালাম এর সভাপতিত্বে মহেশখালী উপজেলা আইনশৃঙখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সুপারিশও সিন্ধান্ত গৃহীত হয়। সভায় সুপারিশ করা হয় সম্প্রতি প্রবল বর্ষনের কারনে বিভিন্ন স্থানে যারা স্লুইস গেইট বন্ধ করে দিয়ে জলাবদ্ধতা তৈরী করেছে তাদের বিরুদ্ধে মামলা করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। উপজেলার ৫টি ইউনিয়নের ( কালারমারছড়া, শাপলাপুর , হোয়ানক, ছোট মহেশখালী, বড় মহেশখালী) তে পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। একই সাথে ছোট মহেশখালী ইউনিয়নের চেয়ারম্যান জিহাদ বিন আলীর বাসাবাড়ী লক্ষ্য করে রাতের আধারে গুলি বর্ষণ করার ঘটনা তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহাম্মদ উপজেলায় পাগলা কুকুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। পৌর কর্তৃপক্ষকে পর্যাপ্ত ভ্যকসিন সরবারাহের জন্য দাবী জানান। একই সাথে প্রাকৃতিক দূর্যোগ মোরায় সাগরে নিখোঁজ জেলেদের কে আনষ্ঠানিক ভাবে মৃত ঘোষনার প্রস্তাব গৃহিত হয়। সভায়, মাতার বাড়ীর চেয়ারম্যান মাষ্টার মাহামদুল্লাহর দাবীর পরিপ্রেক্ষিতে মাতারবাড়ী কালারমারছড়া সংযোগ সড়কটি দ্রুত মেরামত করে জনসাধারনের চলাচলের উপযোগী করার জন্য সরকারের উর্ধ্বতন কর্তৃ পক্ষ বরাবর লিখিত রেজুলেশন জানানোর সিন্ধান্ত গৃহিত হয়। সাম্প্রতিক সময়ে আইনশৃংখলা পরিস্থিতি ও বিদ্যুৎ পরিস্থিতি ভাল থাকায় ধন্যবাদ জানান উপস্থিত সদস্যরা।

মোরায় সাগরে নিখোঁজ ও উদ্ধার হওয়া জেলেদের পরিবারকে যে সমস্ত বোট মালিকগণ লগ্নি টাকার জন্য চাপ সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিন্ধান্ত গৃহিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ইব্রাহিম, সহকারী কমিশনার (ভূমি) বিভীষণ কান্তি দাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন,মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্্র এর প্রধান ডা: সাজ্জাদ হোসেন,উপজেলা প্রকৌশলী ছৈয়দ জাকির হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন,সাবেক কমান্ডার ছালেহ আহাম্মদ, মহেশখালী থানার প্রতিনিধি এসআই ইমাম হোসেন, নারী ফোরাম সদস্য মনোয়ারা কাজল,পল্লী বিদ্যুৎ এর ডিজিএম আবুল বাশার শামসুদ্দিন, বড় মহেশখালীর নবাগত চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল, হোয়ানক ইউপি চেয়ারম্যান মোস্থফা কামাল,শাপলাপুর ইউপি চেয়ারম্যান নুরুল হক, কুতুবজোম ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন খোকন, ছোট মহেশখালী ইউপি চেয়ারম্যান জিহাদ বিন আলী,মাতারবাড়ী ই্উপি চেয়ারম্যান মাষ্টার মাহামদুল্লাহ,ধলঘাট ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি মেম্বার মাহাবুব আলম, উপজেলা পূজাঁ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনব কুমার দে, পুটিবিলা ফাজিল মাদরাসার অধ্যাপক মাওলানা আবু ছৈয়দ, ম: সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষক সাধন চন্দ্র দে। সভায় উপজেলা সমাজ সেবা অফিসার নছরুল্ল্যাহ আল মাহামুদ নোয়াখালী জেলায় বদলী জনিত বিদায় জানানো হয়।