#মসুল: ISIS থেকে একেবারে মুক্ত মসুল ৷ রবিবার সরকারি ভাবে ইসলামিক স্টেটের বিরুদ্ধে ইরাকের জয় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী হায়দর আল-আবাদি। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মসুলে পা রেখেই আইএস-এর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় ঘোষণা করেছেন হায়দর আল-আবাদি। তিনি সেনাবাহিনী ও ইরাকের জনগণকে অভিনন্দনও জানিয়েছেন।
মসুলকে আইএস-এর হাত থেকে মুক্তির জন্য প্রায় আট মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছিল। মসুলের মূল প্রশাসনিক এলাকা থেকে অনেক আগেই পিছু হঠেছিল আইএস। জুনের শেষ দিকেই জঙ্গি সংগঠনটি বুঝে যায়, মসুলের ওই অংশ ছেড়েও খুব তাড়াতাড়িই পালাতে হবে তাদের। অবশেষে ঐতিহাসিক আল নুরি মসজিদে বিস্ফোরণ ঘটিয়ে এলাকা ছেড়ে সরে যায় বাহিনী।
ISIS থেকে মুক্তি পেল মসুল, জয় ঘোষণা ইরাকি প্রধানমন্ত্রীর
Photo: AP
এই আটমাসের যুদ্ধে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহাসিক শহর মসুল ৷ বেশ কিছু জনপ্রিয় দর্শনস্থল একেবারে ধলিসাৎ হয়েছে এই যুদ্ধের ফলে ৷ প্রায় ১০ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন এই যুদ্ধে ৷ এমনকী, বেশ কিছু মানুষ প্রাণ হাতে নিয়ে দেশ ছেড়েও পালিয়ে ছিলেন ৷

– নিউজ ১৮