ফরিদুল আলম দেওয়ান, মহেশখালী:
মহেশখালীতে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্থ পৌরসভাসহ ৩ ইউনিয়নের ৯শ পরিবারের মাঝে ক্ষতিগ্রস্থ বাড়ীঘর মেরামতের জন্য নগদ অার্থিক অনুদান হিসেবে প্রতি পরিবারে ৫ হাজার টাকা করে মোট ৪৫ লাখ টাকা বিতরণ করেছেন ইসলামিক রিলিফ বাংলাদেশ। এ সাহার্য প্রাপ্ত ইউনিয়ন গুলো হচ্ছে, মহেশখালী পৌরসভা, বড়মহেশখালী,ছোটমহেশখালী ইউনিয়ন।
৯ জুলাই বড় মহেশখালী ইউনিয়নের মোরায় ক্ষতিগ্রস্থ ৩শ পরিবারের মাঝে নগদ টাকা  বিতরণ উপলক্ষ্যে বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  বড় মহেশখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল এর ভাপতিত্ব অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম, বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিভিষন কান্তি দাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনায়ার পাশা চৌধুরী, ইসলামিক  রিলিফ বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার মুহাম্মদ জাফর আলম ও ইউপি সদস্য দলিলুর রহমান। উল্লেখ্য ইসলামিক রিলিফ বাংলাদেশ উপজেলার ছোট মহেশখালীতে ২শ পরিবার,মহেশখালী পৌরসভায় ২শ পরিবার ও বড়মহেশখালীতে ৩শ পরিবার সহ এ পর্যন্ত  মোট ৯শ পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে ৪৫ লাখ টাকা অার্থিক সাহার্য প্রদান করেন।