ডেস্ক নিউজ:

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের অধ্যাপক পদে পদোন্নতির খসড়া তালিকা তৈরি করা হয়েছে।  রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে অধ্যাপক পদে পদোন্নতির তালিকা তৈরি করা হয়েছে। তবে পদোন্নতি কমিটির সভা ১৯শে জুলাইয়ের আগে হওয়ার সম্ভাবনা কম। ঈদের আগে পদোন্নতি সভা করার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন বিদেশ সফরে থাকায় এ সভার আয়োজন করা সম্ভব হচ্ছে না।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় বিভাগের অতিরিক্ত সচিব মোল্লা জালাল আগামী ১৭ জুলাই দেশে ফেরার পর এ পদোন্নতি সভার দিন নির্ধারণ করা হবে। এ কমিটির প্রভাবশালী সদস্য জনপ্রশাসনের একজন যুগ্ম-সচিবও রয়েছেন বিদেশে। তিনি দেশে ফিরবেন ১৮ জুলাই। সুতরাং ১৯শে জুলাইয়ের আগে সভা হওয়ার সম্ভাবনা কম।