cbn  

ফেসবুকের বিভিন্ন গ্রুপে ও আইডিতে তুমুল সমালোচনার সৃষ্টি করেছে একটি ভিডিও। আলোচনার বিষয়বস্ত এক বৃদ্ধ রিকশা চালক ও তরুণীর ভিডিও। ভিডিওটিতে দেখা যায় একটা রিকশা থেকে নেমেই বৃদ্ধ রিকশা চালককে চড় থাপ্পর এবং লাথি দিতে থাকেন বোরখা পরিহিতা এক তরুণী যাত্রী। বৃদ্ধ রিকশা চালক শুধু বলতে বলতে থাকেন, ‘এই মাতারির ব্যবহার দেখেন, এই মাতারির ব্যবহার দেখেন’ এক পর্যায়ে তরুণীটি তার পায়ের জুতা দিয়ে আঘাত করতে থাকে রিকশা চালকটিকে। আর বলতে থাকে, ‘তুই আমারে চিনস’।

ঘটনার এক পর্যায়ে দেখা যায় একজন পথচারি দৌড়ে এসে বৃদ্ধ রিকশা চালককে বাঁচান ঐ ক্ষেপাটে তরুণীর হাত থেকে। ঘটনাটি নিয়ে তরুণীর এই কর্মকাণ্ডের বেশ সমালোচনা হচ্ছে নেট দুনিয়ায়। শরীফ প্রধান নামের একজনের আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হলে পাঠক নানা সমালোচনা ও প্রতিবাদে মেতে উঠতে দেখা যায় অনেককেই। পাঠক আপনিও দেখে নিতে পারেন সেই আলোচিত ভিডিওটি।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •