পুর্বপশ্চিম :
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদকে আবারো ধমক দিলেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির বৈঠক শেষে কয়েকজন নেতার সঙ্গে আলাদাভাবে কথা বলেন শেখ হাসিনা। সেখানে হাছান মাহমুদকে বলেন, ‘তোমাকে আগেও সাবধান করেছি, এখনো করছি। এমন কিছু করবে না যাতে করে দল বিতর্কিত হয়। রাজনৈতিকভাবে বক্তব্য রাখতে শেখো।’ গণভবন সূত্র ও সেখানে উপস্থিত আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য পূর্বপশ্চিমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, কয়েকদিন আগে পাহাড় ধ্বসে নিহতদের পরিবারের মধ্যে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে রাঙামাটি যাওয়ার সময় হাছান মাহমুদের নির্বাচনী এলকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলা চালানো হয়। ঐদিন হাছান মাহমুদ এলাকাতেই ছিলেন। এরপর মাটি কাটা থেকে শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করে বক্তব্য দিতে থাকেন।
এসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রী তাকে সতর্ক করেছেন। এর আগেও বেফাঁস মন্তব্য না করার জন্য তাকে শেখ হাসিনা সতর্ক করেছিলেন।